মালদা

তাপপ্রবাহের সতর্কতা জারি!

 

গরমের হাত থেকে মুক্তি নেই আপাতত। আগামী রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে চলেছে মালদা জেলা। আর তাই তো তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে মালদা জেলায়।

    আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই সঙ্গে জেলায় দেখা দেবে তীব্র তাপপ্রবাহ। বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে। যদিও এখনই এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে ঠান্ডা পানীয় অথবা ডাবের দোকানে ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন।